Posts

Showing posts from September, 2024

Ielts writing task 2, complex sentence

 → There are 1. There are several importance  of English language.  2. There are a number of benefits of Mobile Banking.  3. There are a number of benefits of Computer .  4. There are a number of benefits of Daily exercise.  5. There are a number of importance of Educational institute in our society.  → While 1. While using Mobile Phones has some good sides, it has some drawbacks too. 2. While there are a number of benefits of doing part-time job, it has some drawbacks too. 3. while there are a number of benefits of working in NGO, it has some drawbacks also. 4. while there are profits in any business, it also has some risk of losses. 5. While there are a number of benefits of  social media, it has some drawbacks too. →If 1. If you want to do a good job, you have to study attentively.  2. If you want to be successful in any work, you have to work hard. 3. If you want to get a good score in IELTS, you have to work hard.  4. If you want to...

Egan amar

 ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার ও এ গান আমার ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার এ গান আমার ও এ গান আমার ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার ও এ গান আমার জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার এ মনের কথা যায় ভেসে সুরে ও ও যদি পার সামনে এসো কাছে এসে ভালোবাসো বুঝো নাকি ভালোবাসা করে হাহাকার ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার এ গান আমার ও এ গান আমার ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার ও এ গান আমার কেনো এই লুকোচুরি কি কারণে জানি না কাছে যেতে চাই তবু কেনো যেতে পারি না ও ও বলনাকো কার ভুলেতে দেখা তুমি চাও না দিতে বলো কবে দু’টি মন হবে একাকার ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার এ গান আমার ও এ গান আমার ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার ও এ গান আমার।।।

আমার হার কালা করলাম রে

  আমার হার কালা করলাম রে আমার দেহ কালার লাইগা রে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে আমার হার কালা করলাম রে আমার দেহ কালার লাইগা রে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে মনো রে ওরে হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ জনম বাকাঁ চাদঁ রে জনম বাকাঁ চাদঁ ওরে হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ জনম বাকাঁ চাদঁ রে জনম বাকাঁ চাদঁ তার চাইতে অধিক বাকাঁ হায় হায় তার চাইতে অধিক বাকা যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসে মনো রে ওরে কূল বাকাঁ গাঙ বাকাঁ বাকাঁ গাঙের পানি রে বাকাঁ গাঙের পানি ওরে কূল বাকাঁ গাঙ বাকাঁ বাকাঁ গাঙের পানি রে বাকাঁ গাঙের পানি সকল বাকাঁয় বায়লাম নৌকা হায় হায় সকল বাকাঁয় বায়লাম নৌকা তবু বাকাঁ না জানি রে দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইগারে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে মনো রে ওরে হাড় হইলো জড়োজড়ো অন্তর হইল পোড়া রে আমার অন্তর হইল পোড়া ওরে হাড় হইলো জড়োজড়ো অন্তর হইল পোড়া রে আমার অন্তর হইল পোড়া পিড়িতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিড়িতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইগারে ওরে অন্তর কালা করলাম ...

Lembur tole

  লেম্বু তলে আমার সিফাই দুলা সাজে গো লেম্বু তুলিও না। রান্ধা ঘরে সামাইমু সকল দাসী আমি বাছিমু সুন্দর দাসী আমার বিবির লাগি আনমু গো লেম্বু তুলিও না। গোয়াল ঘরে সামাইমু সকল গরু আমি বাছিমু দুধাল গাই আমার বিবির লাগি আনমু গো লেম্বু তুলিও না। মুরুগের ঘরে সামাইমু সকল মুরুগ আমি বাছিমু হায়দরি মুর্গা আমার বিবির লাগি আনমু গো লেম্বু তুলিও না। বাংলা ঘরে সামাইমু সকল গোলাম আমি বাছিমু সুন্দর গোলাম আমার বিবির লাগি আনমু গো লেম্বু তুলিও না। ঘুড়ার ঘরে সামাইমু সকল ঘুড়া আমি বাছিমু তেজী ঘুড়া আমার ছিফাইর লাগি আনমু গো লেম্বু তুলিও না।

আমি ফালংক ও সাজাইলাম

  ফুরি:- আমি ফালংগো সাজাইলাম গো ফুলের মালা দিয়া ফুলের মালা দিয়া ফুলের মালা দিয়া এগো খুশি মনে বইছে দামান রুমাল মুকে দিয়া এগো হাসি মুখে বইছে দামান রুমাল মুকে দিয়া । আমি ফালংগো সাজাইলাম গো ফুলের মালা দিয়া এগো খইন্নার মায়ে খান্দন খরইন উন্দালে বসিয়া। এগো খইন্নার মায়ে খান্দন খরইন উন্দালে বসিয়া। আমার এতো মায়ার ফুরি আমি খেমনে দিতাম বিয়া। আমি ফালংগো সাজাইলাম গো ফুলের মালা দিয়া Upload :- Syed_Mustak ফুয়া :- Set the saw পালঙ্ক সাজাইল অইলো ফুলের মালা দিয়া দামান আইয়া ফরছে দেখো মুকে রুমাল দিয়া ।। দিতাম না ডুকতে ছালু ভিতর সবে লইয়া।। দামান্দের টেখা সব নিমু ফিতা খাটাইয়া নিয়া। আমরার ফুরি বউত বালা খিতা ভাবছো মিয়া। আমরার চৌক দুলা দিয়া যাইবা ফুরি নিয়া। আছইন যতো ছাছা,খালা,নানা দাদা নাতি। আমরা সবাই হাসি মুকে না ছিরাই আর মাতি।। ফুরি :- এগো হাসি মুখে বইছে দামান রুমাল মুকে দিয়া । এগো খুশি মনে বইছে দামান রুমাল মুকে দিয়া আমি ফালংগো সাজাইলাম গো ফুলের মালা দিয়া । হায় গো খইন্নার বাবার মন মরা খান্দনো দেখিয়া । এগো গো খইন্নার বাবার মন মরা খান্দনো দেখিয়া । আমার ঘরর লক্ষী খেমনে দিতাম বিদায়া ও খরিয়া। আমি ফালংগো সাজাইল...

আমার রিদয়ের পিঞ্জিরার

  আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে আমারে কাঁন্দায়া পাও কি সুখ আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে আমারে কাঁন্দায়া পাও কি সুখ তুমি কার পোষা পাখি কাজল বরণ আঁকি কার পোষা পাখি কাজল বরণ আঁকি রক্ত জবার মত তোমার মুখ আমারে কাঁন্দায়া পাও কি সুখ Upload __Ebrahim__Raj__ প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি......... এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি আপন করে রেখেছি প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি ভুইলা থাকতাম তোরি মায়ার মুখ আমারে কাঁন্দায়া পাও কি সুখ Upload __Ebrahim__Raj__ আদরও সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়........ ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায় জঙ্গলের কোন অজানায় আদরও সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায় ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায় আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি বানতাম না আর তোরি আশায় বুক আমারে কাঁন্দায়া পাও কি সুখ আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে আমারে কাঁন্দায়া পাও কি সুখ আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে আমারে কাঁন্দায়া পাও ...

বন্ধু তর লাইগা রে

 বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে.. আমার তনু জড়জড় মনে লয় ছাড়িয়ারে যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জড়জড় মনে লয় ছাড়িয়ারে যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে গহীনও জঙ্গলার মাঝে বাধিলাম এ ঘর। ভাইও নাই বান্ধবও নাই মোর কে লইবো খবর হায়রে ভাইও নাই বান্ধবও নাই কে লইবো খবর বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জড়জড় মনে লয় ছাড়িয়ারে যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে বট বৃক্ষের তলে গেলাম ছায়া পাইবার আশে হায়রে বট বৃক্ষের তলে গেলাম ছায়া পাইবার আশে ডাল ভাঙ্গিয়া রৌদ্র নামে আপন কর্মদোষে হায়রে ডাল ভাঙ্গিয়া রৌদ্র নামে আপন কর্মদোষে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জড়জড় মনে লয় ছাড়িয়ারে যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে পার হইবার আশে গিলমান গেলো নদীর ঘাটে হায়রে -২  গিলমানরে দেখিয়ারে নাওকা  দুরে দুরে ভাসে হায়রে গিলমানরে দেখিয়া নাওকা দূরে দূরে ভাসে  বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জড়জড় মনে লয় ছাড়িয়ারে যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে.....