প্রতিজ্ঞা
ছোট একটা গ্রাম। তার মধ্যে ছিল কয়েকটা প্রান। সেই প্রান গুলো আজ এক হয়ে করলো একটা বাঘান। সেই বাঘানটা সাজাতে গিয়ে, ওরা হাসতে চেয়েছে, কিন্তু হাসতে পারেনি! ওরা কাঁদতে গিয়েছে কিন্তু কাঁদতে পারেনি! ওরা বলতে চেয়েছে কিন্তু বলতেও পারেনি! ওরা বুঝাতে চেয়েছে কিন্তু তাও পারেনি! বলতে পারো কিসের জন্য, এ গ্রামের জন্য, এ গ্রামের মানুষের জন্য, এ গ্রামকে আলোকিত করার জন্য, ওরা দেখিয়ে দিয়েছে, কথায় নয়, কাজে বড় হতে হয়। ওরা আজ প্রতিজ্ঞাবদ্ধ। এ গ্রামকে এ শিশুর বাসযুগ্য করে যাবে ওরা। নবজাতকের কাছে এ তাদের দৃঢ় অঙ্গীকার। হে নবজাতক তুমি তৈরী থেকো তুমার জন্য। হে অভিবাবক তুমি তৈরী থেকো তুমার সন্তানের জন্য। ওরা সেই যুবক যারা প্রস্তুত তুমার সন্তানের ভবিশ্যতের জন্য। কবিতাটি আমি রফি উদ্দিন, লিখেছিলাম বাঘমারা আইডিয়াল চিলড্রেন একাডেমীর সদস্যদের উতসর্গ করে।